আপনারা ছবিতে যে দৃশ্য দুটি দেখতে পারছেন তার একটি হল চাঁচড়া রাজ বাড়ী আর একটি হল চাঁচড়া মৎস্ খামার। চাঁচড়া রাজ বাড়ীটি ১৬১০ খ্রীষ্টাব্দে চাঁচড়া রাজবংশ প্রতিষ্ঠিত হয়। মহতাবরাম এ রাজবংশের প্রথম রাজা। ১৬১৯ খ্রীষ্টাব্দে রাজা মহতাব রায়ের মৃত্যু হলে তার জ্যেষ্ঠ পুত্র কন্দর্প রায় রাজ্যধিকারী হন। রাজা কন্দর্প রায় খেদাপাড়া হতে উঠে এসে ইমাদপুর পরগণার অন্তর্গত চাঁচড়া গ্রামে বসতি স্থাপন করেন। সুতরাং চাঁচড়ার রাজধানীর স্থাপতি তিনিই। চাঁচড়া মৎস খামারটি সরকারী কোন সাহায্য-সহযোগিতা ছাড়াই যশোরের চাঁচড়া গ্রামের মানুষ মাছের পোনা উৎপাদনে এক নীরব বিল্পব সংঘটিত করেছেন। চাঁচড়া ছাড়াও আশেপাশের এলাকায় ৫০টি হ্যাচারী আর প্রায় ১ হাজার নার্সারি প্রতিষ্ঠা করে প্রতি বছর ২০০ কোটি টাকা মূল্যের রেণু পোনা উৎপাদন করছেন এ এলাকার মৎস ব্যবসায়ীরা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস