Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে

 

কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে ১৫ টি গ্রামের মধ্যে স্থানে অবস্থিত ১০ নং চাঁচড়া ইউনিয়ন পরিষদ।শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান পালন ও খেলাধুলা নিয়ে তার আপন গতিতে চলমান।

নাম-১০নং চাঁচড়া ইউনিয়ন পরিষদ।

তহসীল আফিসঃ ১টি, আশ্রায়ন কেন্দ্রঃ ১টি, ব্রীজঃ ৪টি, নদীঃ ১টি, ইটভাটাঃ ৫টি, গুদাম ঘরঃ নেই, পুকুরঃ ১৫০ টি, খাল : ৮টি, বিলঃ ৫টি, গভীর নলকুপঃ ৬৬ টি, অগভীর নলকুপঃ ১৭৬ টি, ইউনিয়নের আয়তনঃ ৩,১৯৮ হেক্টর, গ্রামের সংখ্যাঃ ১৭ টি, পরিবারের সংখ্যাঃ ৫,৪৬১ টি, বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ৮টি, সরকারী প্রাথমিক বিদ্যালয় ৪টি, কিন্টার গার্ডেনঃ ২ টি, দাখিল মাদ্রাসাঃ ৪ টি, আলিম মাদ্রাসা ২টি, স্বাস্থ্য কমপ্লেক্সঃ ১টি, মসজিদঃ ৭৩ টি,ব্যাংকঃ ১টি, গনপাঠাগারঃ ২টি, মৌজা সংখ্যাঃ ১৫ টি, জনসংখ্যাঃ ৪৩,০০০ জন, মোট ভোটার সংখ্যা: ২৮,৬০০ জন, বিদ্যালয় মাধ্যমিকঃ ৮টি, সিনিয়ন ফাজিল মাদ্যাসাঃ ২ টি, এবতেদায়ী মাদ্রাসাঃ ২টি, কমিউনিটি ক্লিনিকঃ ৬টি, কবরস্থানঃ ১৪ টি, শ্বসানঃ ৫টি, হাটবাজারঃ ৫টি, কলেজের সংখ্যাঃ ২টি, পাকা রাস্তার পরিমানঃ ১২ কি: মি:, কাচা রাস্তার পরিমানঃ ৩০০ কি: মি, হেরিংবোন রাস্তার পরিমানঃ ১০ কি: মি:, আবাদযোগ্য জমির পরিমানঃ ২,৭৫২ হোক্টর, অনাবাদী জমির পরিমানঃ ৬২৮ হোক্টর, সেচ আওতাধীন জমির পমিানঃ ২,৭৫২ হোক্টর, জে,এস,সি ও এস,এস,সি পরীক্ষার কেন্দ্র- ০১ টি, কলেজ - ০২টি ।

 

নবগঠিত পরিষদের বিবরণ:

শপথ গ্রহনের তারিখ:১০-৮-১১

প্রথম সভার তারিখ: ১৭/০৮/১১

মেয়াদ উত্তীর্নের তারিখ:

 

গ্রাম সমূহের নাম

সাড়াপোল, বানিয়াবহু, গোয়ালদাহ,কল্যানদাহ, রুদ্রপুর,করিচিয়া,তেঁতুলিয়া,মাহিদিয়া,রুপদিয়া,বড়মেঘলা,ছোট মেঘলা,চাঁচড়া,ভাতুড়িয়া, তপস্বীডাঙ্গা,বেড়বাড়ি।

  

ইউনিয়ন পরিষদের জনবল

নির্বাচিত পরিষদ সদস্য: ১৩জন

ইউনিয়ন পরিষদ সচিব: ০১জন

ইউনিয় গ্রাম পুলিশ   : ০৯

উদ্যোক্তা : ০২